বাজনা বাজে বাজনা বাজেরে ।
ভালা গৌর গৌরাঙ্গ বলিয়া বাজে বাজনা বাজে ।
হাছন রাজায় নাচতে আছে তার মাঝে রে ।
ভালা গৌর গৌরাঙ্গ বলিয়া বাজে ।
হাছন রাজায় ডাক ছাড়ে গৌর গৌর বলিয়া ।
প্রেমের মাতাল হাছন রাজা পড়ে হেলিয়া ঢুলিয়া ।
এরে দেখি হাছন রাজার গুষ্টি মরে লাজে ।
ধরিয়া না রাখতে পারে নাচে সবার মাঝে ।
নাচে হাছন রাজায় উঠিয়া দেয়রে ফাল ।
গৌর চান্দ গৌর চান্দ বলিয়া হইলো বেহাল ।