দেওয়ান হাছন রাজা চৌধুরী রচিত গান নং ৪৯৪

দিলবরের মা কেন আইলে বাজারে ।
কি জিনিস কিনিলে তুই বলবে না আমারে ।
হাছন রাজা জিজ্ঞাসা করে দিলবরের মা তোরে ।
কি জিনিস কিনিয়া নিবে আপনার ঘরে ।
নুন নিমু মরিচ নিমু আর নিমু আদা ।
ছালুন রান্ধিয়া খাইমু শুন ঠাকুর দাদা ।
হাছন রাজায় বলে তুমি পেটের ধান্ধা করো ।
পেটের ধান্ধা দূর করিয়া বন্ধের চরণ ধরো ।