তেরে লাল রঙ্গ পর হাছন রাজা দেওয়ানা
গোলাবি মুখেড়া দেখ কর হাছন রাজা ফানা ।।
তেরে লাল রঙ্গ পর হাছন রাজা দেওয়ানা ।
গো রুহ দেখকে হাছন ছুড়ে আমিরানা ।
যেয়ছে আগ দেখকে জ্বল মরে পরওয়ানা ।
কিয়াকহ আঁখকি বাহার পয়রি হের গহেনা ।।
বুড্ডা দেখকে নাছ রাহে, বুড্ডি হয়ে জোয়ানা ।।
তেরে লাল রঙ্গ পর হাছন রাজা দেওয়ানা ।