দেওয়ান হাছন রাজা চৌধুরী রচিত গান নং ৮২

ঝিলিমিলি ঝিলিমিলি করে তার বদনে ।
কেমনে মিলি কেমনে মিলি খাইলো দুই নয়নে ।।
দেখিয়া গো তার চান্দ বদন, মন করে মোর কেমন কেমন ।
অন্য কিছু চায়না মনে কেবল চায় সে ধনে ।।
হেরিয়ে গো তার রুপের ছটক, হাছন রাজার মন হইলো আটক ।
মাইলো মাইলো মাইলো মাইলো মাইলো গো মদনে ।।