দেওয়ান হাছন রাজা চৌধুরী রচিত গান নং ৩০৫

হাছন রাজা কেন মইলো না ।
বন্ধুরে স্বচক্ষেতে যদি দেখলোনা ।
আরে বন্ধের লাগিয়া হাছন রাজা হইলো বেফানা
কান্দে কান্দে হাছন রাজা বন্ধুর মন তো পুড়েনা ।
স্বপনে দেখিয়া বন্ধুরে বঞ্চিতে না পারে ।
জাগিয়া দেখ হাছন রাজায় কান্দিয়া কান্দিয়া ফিরে ।
জ্ঞান চক্ষে দেখি বন্ধুরে যেমনে দিয়া চাই ।
পাপিষ্ঠ এই চক্ষে কেন দেখতে নাই পাই ।
এই চক্ষে দেখিবার মনে মোর হয় সাধ ।
দেখিতে পারিনা কেবল রিপুয়ে করে বাধ ।
দেখিমু দেখিমু আমার মনে আছে আশা ।
জীবিত থাকিয়া মরিয়া করবো চরণতলে বাসা ।
হাছন রাজায় বলে থাকবো চরণে ধরিয়া ।
থাকতে নাই পারবো আমি বন্ধুরে ছাড়িয়া ।