দেওয়ান হাছন রাজা চৌধুরী রচিত গান নং ৫১৮

ভালা সৌন্দলি রাঙ কা মেরে পিয়ারা রে ।
আখো ঝালাকতা য্যায়ছে সিতারা রে ।
কিয়া কাহু চেহেরে কি বাহার ।
আবরুজ আজব খমদার ।
দেখ কার দিল হুয়া গ্রেফতার রে ।
দিল হাত ছে লে গিয়া কিয়া সেহের মুঝে কিয়া ।
হাছন রাজা হো গিয়া মাজনুন রে ।