দেওয়ান হাছন রাজা চৌধুরী রচিত গান নং ২৭২

হাছন রাজায় হুকুম করে রে ।
হাছন রাজায় হুকুম করে রে ।
ফাল দিয়া ধর গিয়া লো তোর বন্ধুয়ারে ।
এমন ধরা ধরবে তারে ছাড়াইতে না পারে ।
প্রেমের ডুরে আনিয়া তারে বান্দিয়া থ তোর ঘরে ।
বান্দিয়া ছান্দিয়া তারে রাখিবে হৃদয়ে ।
ছাড়িসনা লো খবরদার হাছন রাজায় কয় ।
নাকের মাঝে নাক দিস, মুখের মাঝে মুখ ।
দিনে রাইতে দেখিস কেবল বন্ধের চান্দমুখ ।
হাছন রাজায় বলে, শুন ওলো হাছনজান ।
বন্ধু ছাড়া যেই নারী নিতান্ত অজ্ঞান ।
গলে গলে ধরিয়া লো তার বুকে লাগা বুক ।
যাইবো যাইবো হাছনজান তোর জনমের দুখ ।
কিসের শরম কিসের ভরম কীসের ডর লোক ।
বন্ধু কোলে লইয়া থাক, জন্মে জন্মে হবে সুখ ।
হাছন রাজার হুকুম তুমি কর গো পালন ।
ধর গিয়া প্রাণ বন্ধুরে ছাড়িয়ো না কখন ।