দেওয়ান হাছন রাজা চৌধুরী রচিত গান নং ৪৭৩

হাছন রাজা হইলো রে ফানা, সবার হইলো জানা ।
প্রেয়সী প্রেয়সী বলিয়া সদাই গায় গানা ।
কত মতে বুঝাইলাম কথা সে মানেনা ।
প্রেয়সীর সঙ্গে যাইতো মনে এই বাসনা ।
না চায় ধন না চায় জন না চায় আমিরানা ।
প্রেয়সীর লাগিয়া হাছন রাজা হইছে দেওয়ানা ।
হাছনজানে বলে সে তো কারো কথা শুনে না ।
নাচে বাজায় গান গায় করিয়া তানা নানা ।