দেওয়ান হাছন রাজা চৌধুরী রচিত গান নং ২৭৩

পিরীতের কি এতই রে তাইস ।
আমি করিয়াছি আজ খাইস ।
পিরীতের কি এতই রে তাইস ।
বাপরে বাপরে বাপরে বাপরে
বাপরে বাপরে বাইশরে বাইশরে বাইশ ।
পিরীত করিয়ে হয় হুতাশন ।
দিনে রাইতে পুড়ে রে মন ।
দিন দুনিয়া ভুলিয়ে মনে কেবল হয় বন্ধের খাইস ।
পিরীত করিয়ে হাছন রাজা বুঝিয়াছে আইস ।
পিরীত করা বিষম কাজ ।
করিওনা তার বেদ ফাইস ।।