নমাজ পড় নমাজ পড় ভাই মমিন নমাজ পড় ।
একমনে পড়িয়ো নমাজ চিত্ত করিয়ে দড় ।।
কাতর হইয়া নমাজ পড়িয়ো একমনে ।
মাবুদ আল্লা জানিয়ো যে তোমার সামনে ।।
সাক্ষাতে আল্লা তালা দড়াইয়ো দিলে ।
কবুল হইবে নমাজ ছিজদা করিলে ।।
কাকুতি মিনতি করিয়া নমাজ পড়িয়ো ।
আল্লা বিনে কিছু নাহি মনেতে রাখিয়ো ।
এই মতে নমাজ যে পড়িবেক ভাই ।
নিশ্চয় জানিয়ো তার বেহেশত হবে ঠাই ।।
নমাজ পড়ো, রোজা রাখো, করো এবাদত ।
মমিন মুসলমানের ভাই মূল এই পথ ।।
হাছন রাজায় সেলাম দেয় নমাজি সব ভাই ।
নমাজ রোজা ছাড়িয়ো না আল্লার দোহাই ।।
মুই গুনাগারের প্রতি দোয়া করিয়ো ভাই ।
আশিক হাছন রাজা যেন আল্লার দিদার পায় ।।