কেন আইলে এই ভবে ওরে মন ।
কতদিন আর রবে ।
আখেরাত যানা হোগা, একদিন তো যাবে ।
মরিয়া গেলে কেউ ভালা কেউ বুরা কবে ।
কয়দিন পরে নাম তোমার কেউ নাই লবে ।
না জানি পাগেলা মন কি তোমার হবে ।
সেখানে গিয়ারে মন কি যে তুমি পাবে ।
সেই স্থানে গিয়া তুমি কার কাছে রবে ।
সাহেব আল্লা জিজ্ঞাসিলে কি জওয়াব দিবে ।
জওয়াব নি মালিক আল্লা পছন্দ তোর করিবে ।
তুমার গুনা নি মালিক মাফ করিয়া দিবে ।
মজিয়া রইলায়রে ও মন ভবেরও লোভে
এই দুনিয়া তোমার সঙ্গে না যাইবে ।
থাক থাক ওরে মন মাবুদ আল্লার ভাবে ।
তার ভাবে মন রাখিলে মন, মুক্তি তোমার হবে ।
হাছন রাজায় বলে ভক্তি করো শাম ও সুবেহ ।
দয়ার নাথ দয়া করিবে ভক্তি করলে পূর্বে ।
হাছন রাজার প্রেমের তাইস কতদিন আর সবে ।
একমনে প্রেম করিলে চরণ ছায়া দিবে ।