হাছন রাজা যদি মরে ।
ছাড়বো না ছাড়বোনা রে, ছাড়বোনা বন্ধুরে তোরে ।
ছাড়বোনা ছাড়বোনা আমি প্রাণ বন্ধুয়ারে ।
বন্ধে যদি ছাড়িয়া যায় ফিরবো করে করে ।
হাছন রাজার মনে সদা থাকিত নজরে ।
সর্বদা নয়ন ভরে দেখিত তোমারে ।
থাকিতাম থাকিতাম আমি তোমার হুজুরে ।
এই বলিয়া হাছন রাজায় বন্ধের চরণ ধরে ।।