দেওয়ান হাছন রাজা চৌধুরী রচিত গান নং ২৮৪

ঠাকুর বিনে আমার প্রাণ তো বাঁচেনা ।
থাকতে চাই ঠাকুরের কাছে ঠাকুরে মোরে ঘছে না ।
দিনে রাইতে করি বসে ঠাকুরের বচনা ।
আমার পানে চাইয়ে ঠাকুর একবারও তো পুছেনা ।
কি হইলো আমার মনে ঠাকুর বিনে বুঝেনা ।
কত করিয়ে মনকে ফিরাই ঐ সে তো মজেনা ।
ঠাকুর ঠাকুর করে মনে আর কেউরে চায়না ।
হাছন রাজা ঠাকুর বিনে অন্য কেউরে খুজেনা ।।