প্রেমের জ্বালায় জ্বলিয়া মরি কিমত করিয়া সই ।
ঠাকুর বিনে প্রাণ বাঁচেনা আমি কেমনে ভুলিয়া রই ।
ঠাকুর বিনে প্রাণ বাঁচেনা সই ।
এমনি রঙ্গিয়া বাঁকা, যে অবধি হইছে দেখা ।
মনপ্রাণ না যায় রাখা, কার ঠান আমি কই ।
শোন এগো প্রাণ সখী, যখনে তাহারে দেখি ।
চাই আমি উকি বাকি, করি হই চই ।
কি কবো তাহার খুবি, আচানক তাহার ছবি ।
তার তুল্য নয় শশী রবি, বাঁচিনা সে বই ।
হাছনজান তো গেছে মজিয়া, আমি কেমনে রবো বুঝিয়া ।
মরবো তার চরণ পূজিয়া আমি তার হই ।
ঠাকুরের নাম মোর হাছন রাজা, সকলখানে করে মজা ।
চাইন নাই তার এক লজা, দেখো গো ঐ ঐ ।