দেওয়ান হাছন রাজা চৌধুরী রচিত গান নং ১৪৯

মন বাউল ও বাউল তোর মতি তোর মতি ।
লাঙ্গের সঙ্গে মন মজাইয়া হারাইলায় নিজ পতি ।।
দেশে গেলে লোকে বলে তুমি যে অসতী ।
হাশরের বিচারের কালে কি হইবে তোর গতি ।।
পতিসেবা না করিলায় একি তোর রীতি ।
কুলটা জগতে হইলায় ধরিয়া উপপতি ।।
লাঙ্গের সঙ্গ লইলে তোমার হইবে দুর্গতি ।
বুদ্ধি হারাইয়া তুমি হইয়াছো বেপথি ।।
হাছন রাজায় কান্দিয়া বলে, করি রামপাশার উন্নতি ।
চিরকাল করিবায় নি রামপাশায় বসতি ।।