আপন চিনিয়া লইয়ো, ও মন বাউরা ।
চোক্ষের কর্ণের জড়কথা তারে নিরখিয়া ।
নাকের জিহ্বার শক্তি জড় তারে খেয়াল করিও ।
সকলেই জড় যেই তারে তুমি ধরিও ।
যার শক্তিয়ে চোক্ষে দেখে কর্ণে শুনা যায় ।
তাহারে চিনিলে পরে মাবুদ আল্লা পায় ।
শরীরের মাঝে দেখ যত ইন্দ্রিয় আছে ।
সকলে জড় দেখ আছে কার কাছে ।
তাহাকেই আমি বলে আমি কোন জন ।
আমি হইতে হইয়াছে এই ত্রিভুবন ।
আমি আছি সব আছে আমি নালে নাই ।
আমি বানাইয়া ভব ভাঙ্গিয়া যাইমু ভাই ।
আমি কে আমাকে যেন আমি চিনি নাহি ।
খোদারও জুত আমি তনের মাঝে আছি ।
আমারও জড় খোদা তাহার রৌশনি আমি ।
আমি একটা পর্দা দিয়া খেলে অন্তর্জামী ।
দেওয়ান হাছন রাজায় বলে আমি কিছু নয় ।
ত্রিজগতে দেখি আমি ঠাকুরের রৌশনি হয় ।