পিরীতের মানুষ যারা আউলা জাউলা হয়রে তারা হাছন রাজা পিরীত করে হইয়ে আছে মন বাউরা । পিরীতেরই এমনি ধারা মনপ্রাণ করে সারা । পিরীত করিয়াছে যারা জিতে সে হইয়াছে মরা । হাছন রাজা পিরীত করিয়ে মরতে আছে জুড়িয়ে জুড়িয়ে ফিরতে আছে ঘুরে ঘুরে হইয়ে প্রেম পিয়াসীর মারা ।