সোনা দিদি, ঠাকুর দিদি গো, বন্ধের লাগিয়া কি মোর করে ।
বাবরি ছাটা চুল দেখিয়া মন তো জাতিয়া ধরে ।।
গোয়াইল ঘরের পিছে দিয়া সদায় আসে যায় ।
আমায় দেখলে কেন গো সে ফিরিয়া ফিরিয়া চায় ।।
ঠমকাইয়া ঠমকাইয়া চায় মুচকি হাসা হাসে ।
অন্তরের সহিতে মোরে বড় ভালবাসে ।।
রঙ্গ ঢঙ্গ দেখিয়া তার প্রাণ না যায় ধরা ।
হাছন জান তো হইয়াছে হাছন রাজার মারা ।।