দেওয়ান হাছন রাজা চৌধুরী রচিত গান নং ৪

আইসো হাছন রাজা এই তোর ঘরবাড়ি রে
হাছন জানে ডাকতে আছে তাড়াতাড়ি রে ।।
তোমার ঘর তোমার বাড়ি তোমার বাগিচা ।
যে দেখিলো সত্য দেখছে যে না দেখছে মিছা ।।
বাগিচায় বানাইছো ফুল টঙ্গি ঘর ।
সে ঘরে বসিয়া আমি ডাকি নিরন্তর ।।
খিড়কী দিয়া দেখি আমি বাগিচার মাঝে ।
দেখিয়া রঙ্গের ঝলক মন মোর মজে ।।
হাছন জানে বলে দেখিয়া রুপের ছটক ।
চিরকালের জন্য মন মোর হইলো আটক ।।