দেওয়ান হাছন রাজা চৌধুরী রচিত গান নং ১৩৬

বাউলা কে বানাইলো রে হাছন রাজা রে
বাউলা কে বানাইলো রে ।
বানাইলো বানাইলো বাউলা তার নাম হয় মওলা ।
দেখিয়া তার রুপের ছটক হাছন রাজা হইলো আউলা ।
হাছন রাজা হইছে পাগল প্রাণবন্ধের কারণে ।
বন্ধু বিনে হাছন রাজায় অন্য নাহি মানে ।।
হাছন রাজা গাইছে গান হাতে তালি দিয়া ।
সাক্ষাতে দাড়াইয়া শোনে হাছন রাজার প্রিয়া ।