দেওয়ান হাছন রাজা চৌধুরী রচিত গান নং ৩২৩

হাছন রাজা কি আর বাঁচে ।
বন্ধে বুকে প্রেমের শেলে ঘাও দিয়াছে ।
প্রেম শেল খাইয়া হাছন রাজা নাই বাঁচে ।
হেলিয়া দুলিয়া পড়ে তবু যৌবন বন্ধেরে যাচে ।
ক্ষণে উঠে ক্ষণে পড়ে প্রেম তরঙ্গে নাচে ।
কোথায় আমার প্রাণবন্ধু লোকের কাছে পুছে ।
বুকের রক্ত হাছন রাজা নাই তারে মুছে ।
রক্ত লইয়া চলছে হাছন প্রাণ বন্ধুয়ার কাছে ।