দেওয়ান হাছন রাজা চৌধুরী রচিত গান নং ৪৭৬

পলকিয়া ভালি পলকে লইয়া যাও প্রাণ ।
হাছন রাজায় চায় কেবল তোমার যৌবন দান ।
শূণ্যে আসো শূণ্যে যাও জানো কিযে যাদু ।
দেখলে প্রাণ আর বাঁচেনা গো তোর মাঝে কি মধু ।
পিরীতেরই মারা যারা তারা পায় তোর দেখা ।
চান্দের লাখান মুখখান তোমার মুখে পানের রেখা ।
প্রেমিক হাছন রাজায় দেখিয়া খলখলাইয়া হাসে ।
পলকিয়া ভালিয়ে দেখ আমায় ভালবাসে ।