দেওয়ান হাছন রাজা চৌধুরী রচিত গান নং ৪৭৮

হাছন রাজা বলে ।
সুনা বাউজে কামড় দিলো মোর গালে ।
নাকের মাঝে নাক দিয়া উঠিয়া বসে সে কোলে ।
কোলেতে উঠিয়া বাউজ চুষে আমার ঠোট ।
আঙ্গুল দিয়া ইশারা দেয় উঠিয়া যৌবন লুট ।
ইশারা মতে না চলিলে হাত দিয়া মারে ধাক্কা ।
ধাক্কার চোটে প্রাণ বাঁচেনা বাউজ তো বড় বাক্কা ।
হাছন রাজায় বলে বাউজ সকল কথাই পাক্কা ।
বাউজের হাতে পড়লো যেই নাই তার রক্ষা ।