দেওয়ান হাছন রাজা চৌধুরী রচিত গান নং ৩৭১

ঠাকুর কি মোরে করবো নি বিয়া ।
আমি তোর বান্দির ফুরি, ঝুরি তার লাগিয়া ।
আবিয়াত্তা রইয়াছি আমি ঠাকুরের পানে চাইয়া ।
বিয়া না করিলো ঠাকুর যৌবন গেলো গইয়া ।
কি কবো ঠাকুরের খুবি, জিনিয়ে শশী রবি ।
হাছনজানের মনের সাধ হইতাম তার বিবি ।
হাছন রাজা ঠাকুর আমার সংসারের ভূপতি ।
তার সঙ্গে মন মজাইয়া গেলো কূল জাতি ।
জাতি গেলো কূল গেলো আর গেলো মান ।
ঘরে বসি থাকি কিন্তু তার কাছে মোর প্রাণ ।
হাছনজানে বলে ওরে হাছন রাজা ঠাকুর ।
বান্দি তোমার চিরকালের রাখো রে হুজুর ।