দেওয়ান হাছন রাজা চৌধুরী রচিত গান নং ৬১

কপাল পুড়া মনে মোরে মাইলো গো ।
কীসে কী যে মনে করে স্বাধীন হয় গো ।।
মন যার ভালো হয় সবে ভালো কয় গো ।
মন যার দুষ্ট হয় সবে মন্দ কয় গো ।।
মনেতে আউলিয়া হয় মনেতে দরবেশ গো ।
মনে চুর চুট্টা হয় আর হয় ডাকাইত গো ।।
হাছন রাজায় বলে মন হইয়াছে মূল গো ।
মনেতে ঈশ্বরে মিশে মনেতে শয়তান গো ।।
ভালো মন্দ মাবুদ আল্লায় মনের মাঝে দিছে ।
মনেতে পার হইয়া যাবে, মনে ডুবিবে গো ।।