বসন্ত সময়কালে কোকিলায় বলে ।
এমন সময় প্রাণ প্রেয়সী কেন নাই আইলে ।
আহা আহা হইলো একী প্রাণ আর বাঁচেনা সখী ।
চান্দমুখ নাই দেখি কোথায় রইলে ।
প্রেমজ্বালাতে জ্বলিয়ে যায়, করি কেবল হায় হায় ।
এখন করি কি উপায় প্রেয়সী না মিলে ।
হাছন রাজা হুতাশ হইয়া, আছে কেবল পন্থ চাইয়া ।
দেখলে পরে যাইয়া ধাইয়া সাধ পুরাবো লইয়া কোলে ।