দেওয়ান হাছন রাজা চৌধুরী রচিত গান নং ৪৩৭

কাঙ্গালের বন্ধু কাঙ্গালের বন্ধু কাঙ্গালেরে তোমায় দেও দান ।
তুমি বিনে হাছন রাজার বাঁচেনা প্রাণ ।
কাঙ্গালের বন্ধু অন্য কিছু চাইনা আমি চাইনা আমি মান ।
তোমায় বেয় দান করো বাঁচুক আমার জান ।
তোমার প্রেমে ত্যাগিলাম জাতি কূল শান ।
আর ত্যাগিলাম আমি কূল ও মান ।
কলঙ্কি হইয়াছি আমি হইছি আমান ।
তোমারে না পাইলে আমার না আছে ত্রাণ ।
তোমার লাগিয়া সকাল রাইতে আছি রে হয়রান ।
একমনে পদে তোর হইয়াছি কোরবান ।
প্রেমে হুতাশ হাছন রাজা বান্দে গান ।
দিনের রাইতে অন্তরেতে আছে তোর ধ্যান ।