আমি জাতি কূল যৌবন দিমু তোরে লো তোরে লো ।
আমার সঙ্গে আসিয়া একবার মিল লো ।
তোমারে দেখে আমার কি যে হইলো লো ।
রহিতে না পারি ঘরে মনে ছটফট করে লো ।
কি যাদু করিলে মোরে রহিতে পারিনা ঘরে ।
দিনে রাইতে প্রাণ জুরে তোমার লাগিয়ে লো ।
লাগিয়ে তোর রুপের ছটকা, মন আমার হইছে আটকা ।
খসাইতে মারি ঝটকা, খসেনা কি করিলে লো ।
হাছন রাজায় কি করিয়াছো, প্রেমের ফান্দে বেন্ধিয়ে আছো
আনন্দ হইয়া নাচো গোলাম বান্ধিয়া লো ।।