দেওয়ান হাছন রাজা চৌধুরী রচিত গান নং ৩৫৪

মিশিলো রে মিশিলো রে
হাছন রাজা রঙ্গে মিশিলো রে ।
বন্ধে ভালবাসিলো রে ।
হাছন রাজা বন্ধের সনে মিশিলো রে ।
ধন জন না চাইয়া একমন হইয়া ।
বন্ধু শ্রীচরণে হাছন রাজা ধরিলো গিয়া ।
মিশিলো গিয়া ।