দেওয়ান হাছন রাজা চৌধুরী রচিত গান নং ৪০০

কলসি নামা সুন্দরী ও, একবার নয়ন ভরিয়া হেরি ।
কই তন আইলে ও তুই হুর কিবা পরী ।
কলসী নামা কলসী নামা করিয়া তাড়াতাড়ি ।
আমারে তো করলে পাগল, করলে আরি পরি ।
হাছন রাজায় দেখিয়া বলে আহা মরি মরি ।
মনে লয় পেয়ারীর গলে আঞ্জা করিয়া ধরি ।