ওবা মুসলমান মিঞা বল দেখি চাই আমি নমাজ পড়মু কেমনে দিয়া । যেদিকে ফিরিয়া চাই সেদিকে যে প্রাণপ্রিয়া ।। ইব্রাহিম খলিলের ঘর মক্কার দিগে দিয়া । সেই দিগেতে নমাজ আমি পড়মু কি দেখিয়া ।। আল্লাজির বানায়া ঘর আপনা রতন । এ রতন ছাড়িয়া নমাজ পড়মু কি কারণ ।