দেওয়ান হাছন রাজা চৌধুরী রচিত গান নং ৩৭৫

রাইত হইলে ঘুম আসেনা প্রাণবন্ধের লাগিয়া ।
আরে ছটফট ছটফট করে প্রাণ, থাকি যে জাগিয়া ।
সারা রাইত জাগিয়া থাকি করি কত উকিবাকি ।
আমার বন্ধু আইলো নাকি উঠি চমকিয়া চমকিয়া ।
ক্ষণে উঠি ক্ষণে বসি একলা একলা ক্ষণে হাসি ।
আমি তো হইয়াছি দাসী পিরীতি করিয়া ।
হাছন জানে কান্দিয়া বলে হাছন রাজা আয়রে কোলে ।
দিনে রাইতে জ্বলে জ্বলে প্রাণ তোমার লাগিয়া ।