কেন আইলায়না রে রাধার কালাচান্দ ।
বাঁশিটি বাজাইয়া আমার লইয়া যাও পরাণ ।।
তমালেরই ডালে বসি সদায় বাজাও বাঁশি ২ ।
শুনিয়া বাঁশির রব হইলাম উদাসী ।।
বাঁশির সুর শুনিয়া আমি বঞ্চিতে না পারি ২ ।
ঘরের কোণে পিছের ধাইরে, করি ঘুরাঘুরি ।।
কলঙ্কিত হইয়া আছি, হইছে জানাজানি ২ ।
ঘরে বাইরে আরি পরিয়ে, করে কানা কানি ।।
মায়ে বাপে গুষ্টি কুটুমে, মুখ আমার পুড়ে ২ ।
দেশে দেশে সবে দোষে, তবু বাসে ভালো ।।