সোনা বন্ধের লাগি মনে আমার কি করে গো । ছটফট ছটফট ছটফট করে ধৈর্য্য নাই ধরে গো । বঞ্চিতে না পারি ঘরে, মনে আমার কীযে করে । দিনে রাইতে তার লাগিয়া মনপ্রাণ জ্বলে গো । হাছন রাজা বন্ধের লাগিয়া নাচে আছে যোলাইয়া । করিয়া কেবল পিউয়া পিউয়া ধড়ফড় ধড়ফড় করে গো ।