দেওয়ান হাছন রাজা চৌধুরী রচিত গান নং ৫০৩

হাছন রাজা গদা মায়া দয়া ত্যাগীয়া ভাবো খোদা ।
খোদা হইতে তিল পল না হইয়ো জুদা ।
শ্রীকৃষ্ণকে ভাবতো যেমন শ্রীমতিও রাধা ।
সেই মত ভাবলে মিশবায় না রহিবে জুদা ।
মিশলে পরে আয়নুল হক বলিতে নাই বাধা ।
আয়নুল হক আয়নুল হক হাছন রাজা বলে সিধা ।