দেওয়ান হাছন রাজা চৌধুরী রচিত গান নং ১৬২

যে বলে খোদা দেখেনা, সে তো চিরকালের কানা ।
হাছন রাজা হইয়ে ফানা গাইতে আছে এই গানা ।।
আমিত্বকে নাশ করিলে আল্লা বিনে কিছু না ।।
রুহানীর সেই কানা আছে মোর জানা ।।
যে বলে খোদা দেখে না ।।
আউয়ালে আখেরে আল্লা জাহির বাতিন ।
আর যত ইতি দেখো কিছু কিছু না ।।
যে বলে খোদা দেখেনা ।।
কেবল এক খোদা দেখি, আর যত দেখি ফাঁকি ।
ভাল করিয়া খেরে আঁখি, আল্লা বিনে কিছু না ।।
যে বলে খোদা দেখেনা ।।
যে দিকেতে আমি থাকি, সে দিকেতে আল্লা দেখি ।
আল্লা বিনে আর কিছু আমি দেখিনা ।।
যে বলে খোদা দেখেনা ।।
গাছে পাতে আল্লা দেখি এ বিনে আর আছে নাকি ।
এক বিনে দ্বিতীয় আমার চোখে পড়েনা ।।
যে বলে খোদা দেখেনা ।।
হাছন রাজা হইছে ফানা গাইতে আছে এই গানা ।
আমিত্ব ছাড়িয়া দেখ আল্লা বিনে কিছুনা ।।
যে বলে খোদা দেখেনা ।।
সে তো চিরকালের কানা ।
রুহানীর সেই কানা আছে মোর জানা ।
যে বলে খোদা দেখেনা ।।