দেওয়ান হাছন রাজা চৌধুরী রচিত গান নং ৯২

তোর সনে মোর কীসের মায়া দয়া
এগো ভবজান গো ।
আমি তো চলিয়া যাইমু পড়িয়া রইবো কায়া ।
তোমার যত রীতি নীতি জানিয়াছি আমি ।
দিন কতক পরে ধরো নতুন নতুন স্বামী ।।
কত কত রাজা বাদশা লইলায় তুমি বর ।
তাদের ছাড়িয়া তুমি করো অন্যের ঘর ।।
হাছন রাজায় বলে পিরীত করবোনা গো তোর ।
এমন পিরীত করবো যে হয় জন্মে জন্মে মোর ।।