দেওয়ান হাছন রাজা চৌধুরী রচিত গান নং ৩৪৫

হাছন রাজা করে যে মানা ভাইয়ে ভাইয়ে বিবাদ করিওনা ।
ভাইয়ে ভাইয়ে বিবাদ করলে নবীয়ে সাফাত করবেনা ।
একজনের মনের উল্টা আরজন না যাইয়ো ।
এক জনের মনের কথা আর জনের ঠাই কইয়ো ।
একজন হইতে হইয়াছো দুই ভাগ ।
একের প্রতি আরেকজনে কেমনে করো রাগ ।
একই গাছ হইতে ডাল দিকে দিকে গিয়া ।
বিবাদ করিওনা তোরা বুদ্ধি হারাইয়া ।
হাছন রাজায় বলে ভাই মমিন মুসলমান ।
ভাইয়ে ভাইয়ে বিবাদ করলে জানবায় শয়তান
নবীয়ে না সাফাত করবে হাশরের দিন ।
হাদীসেতে লেখা আছে জানিবায় একিন ।
সুক্ষণেতে জন্ম হইলে বিবাদ নাই করে ।
কুক্ষণেতে জন্ম হইলে ভাইয়ে ভাইয়ে লড়ে ।
গোলামেরি নুতকায় যারা হারামজাদা হয় ।
ভাইয়ে ভাইয়ে লড়িবেক জানিবে নিশ্চয় ।
মা যার খারাপ হয় বাপের নাই ঠিকানা ।
সেই জনে নাই মানে বচন উল্লার মানা ।
সকলের জনাবে হাছন রাজার প্রার্থনা ।
ভাইয়ে ভাইয়ে বিবাদ তোমরা কখনো করবায়না ।
নসিহত মানে ভাই আছে যত হয় দানা ।
হারামজাদায় নাই মানে আমার আছে জানা ।