দেওয়ান হাছন রাজা চৌধুরী রচিত গান নং ৪১৫

আমি হি আমারও খোদা গো সজনী
আমি হি আমারও খোদা ।
আমি হইতে আমার খোদা পাইয়াছে জুদা গো ।
আমি খোদা আমি খোদা হাছন রাজার খোদায় কয় ।
হাছন রাজা মাটির ভাণ্ড আর কিছু নয় ।
হাছন রাজা নাম দিয়া খেলে ঠাকুর চান্দে ।
লোকে নাই বুঝে তারে পড়িয়া ভবের দ্বন্দ্বে গো ।
আমি খোদা আমি খোদা হাছন রাজা কয় ।
আমিত্ব ছাড়িয়া বলে নাই কিছু ভয় ।