হাছন রাজা হাছন রাজারে কেন সিতা পাড় তেড়া ।
থাকবো নি তোর তেড়া হিয়া আর বাবরি ঝাড়া ।
থাকবো নি তোর বাঁকা মোছ, থাকবো নি দাড়ি ।
থাকবো নি তোর বাড়িয়ে বাড়িয়ে করা ঘুরাঘুরি ।
রবে নি তোর রস রঙ্গ আর তানা নানা ।
রবে নি তোর সখি লইয়া রঙ্গে গান গানা ।
হাছনজানে বলে হাছন রাজা সবই ফানা ।
মার্গে দিয়া আসিয়া ভবে শূণ্যে উড়িয়া যানা ।।