দেওয়ান হাছন রাজা চৌধুরী রচিত গান নং ৪৮৮

দেখ আইয়া তোরা ।
হাছন রাজা চৌধুরী হইছে পিরীতের মারা ।
অধরা যে হাছন রাজার হইয়াছে ধরা ।
অধরা রে ধরিয়া থইছে অন্তরের মাঝার ।
এ জনমের মতো তারে ছাড়বোনা গো আর ।
হৃদয়ে রাখিয়াছে তারে আনন্দিত হইয়া ।
দিনে রাইতে খেলা করে প্রাণ বন্ধুরে লইয়া ।
সব ছাড়িয়া রইছে কেবল তার দিকে চাইয়া ।
মনের সাধ যাইতো তার রঙ্গেতে মিশিয়া ।
পূরণ করো বাঞ্ছা প্রভু কাঙ্গাল জানিয়া ।
হাছন রাজারে রঙ্গে তোমার লও মিশাইয়া ।