প্রাণ বন্ধু মোরে আলগ রাখিও না ।
তোমারেও হাছন রাজা দুই জানেনা ।।
প্রাণ বন্ধু মোরে আলগ রাখিও না ।
তুমি আমি দুই নয় এক বিনে জানিনা ।
এক বিনে দুই থাকা আমি মানিনা ।।
প্রাণ বন্ধু মোরে আলগ রাখিও না ।
হাছন রাজা জানে মিশতে হইয়াছে ফানা ।
হাছন রাজায় এক বিনে দুই জানেনা ।।
প্রাণ বন্ধু মোরে আলগ রাখিও না ।
হাছন রাজা মিশতে জানে গাইতে আছে গানা ।।
আল্লা বিনে কিছু নাই হাছন রাজার জানা ।।
প্রাণবন্ধু মোরে আলগ রাখিও না ।
তোমারেও হাছন রাজায় দুই জানেনা ।
প্রাণবন্ধু মোরে আলগ রাখিও না ।।