বন্ধু ডাকি তোমারে সাধিয়ে সাধিয়ে ।
ঘরখানি পুরানা হইছে ঠিকা লাগাই দেয় ।
ঘরখানি মোর হেলিয়া গেছে বহুদিন আর নাই আছে
দেখা দিয়া ভালো করিয়া নিজে গড়িয়ে দেয় ।
ঘরখানি যে ভাঙ্গা দেখিয়া উঠে মনে থাকিয়া থাকিয়া
কানতে আছে মন পাখিয়ে ডাকিয়া রাধে রাধে ।
ঘরখানি ভাঙ্গি পড়লে কোথায় যাবে, তার কি করিলে
কিছু নাই পাইবে মরলে কাল গুয়াইলে বাদে ।
দিন গেলো মোর বাদে বাদে, হাছন রাজায় কান্দে কান্দে ।
পড়িয়া ভবেরই ফান্দে ঠেকিয়াছি প্রমাদে ।