দেওয়ান হাছন রাজা চৌধুরী রচিত গান নং ১৯৫

হাছন রাজায় আল্লা আল্লা চায় চায় ।
আল্লা বিনে কিছু চায়না হাছন রাজায় ।।
হাছন রাজা ডুবিয়াছে আল্লার মায়ায় ।
আল্লাতে দিল লাগাইয়া হাছন রাজা গায় ।।
জাহিরে বাতিনে আল্লা আমি কিছু নায় ।
আল্লার জাতে মিশিয়া হাছন রাজা গান গায় ।।