আমি কই আর সে কই চাইয়া দেখি একই
দেখিনা দেখিনা সে বৈ ।
ঘরে সেই বাইরে সেই দেখিনা আর অন্য কেই ।
কেবল দেখি ঐ ঐ ঐ ।
যে দিকেতে আমি চাই তাহারে দেখিতে পাই ।
সে বিনে আর অন্য নাই সই ।
হাছন রাজায় দেখিয়া তারে আলগ থাকতে না
পারিয়া তার আমি হই হই হই ।
এক বিনে দ্বিতীয় নাই আমার নাই দেখতে পাই ।
কিছু নাই রই রই রই ।
কিছু তো না রই রই রই ।