মন দড়াইয়া ধরিয়ো বন্ধুরে গো, হাছনজান ।
এক মনে হও তার পদেতে কোরবান গো হাছনজান
দৃঢ় করিয়া ধরিও তারে ন ছুড়িবায় আর
সব ছাড়িয়া এক চিত্তে তারে করো সার গো, হাছনজান ।
পদ দুইখান তার রাখিবে হৃদয়ে ।
অবশ্য হইবো বন্ধু তোমার সদয় গো হাছনজান ।
বন্ধু যদি সদয় হয় কীসের ভাবনা আর
সব দুঃখ দূরে যাবে হাছনজান তোমার গো হাছনজান ।
হাছন রাজায় হুদ্দম করে রাখিও হিয়ার মাঝে ।
বন্ধুরে বুকে রাখিতে নাই করিও লাজ গো হাছনজান ।
হাছন রাজার হুকুম মানলে হইবায় পার ।
প্রেম জিঞ্জিরে বুকে বান্ধলে মুক্তি যে তোমার হাছনজান ।।