আমি আমার বন্ধের অধীন ।
আমার বন্ধে নাই বাসে বিন ।
পিয়ে রিয়ে তিয়ে বন্দের হইয়াছি আকুল ।
বিকিয়া জন করিয়াছি মান আর কুল ।
কলঙ্ক করিয়াছি সার হইয়াছি দাস ।
তার খাটিয়ে খাবো চিরকাল বাঁচি যতদিন ।
হাছন রাজার এ বাসনা পূরণ করো গো করুণা ।
মনবাঞ্ছা পুরাও প্রিয়ে বলে চাই ঐ তিন ।।