মাবুদ আল্লার রঙ্গে মম প্রাণ নিলো সঙ্গে । আল্লা বিনে মম প্রাণে অন্য নাহি মাঙ্গে ।। তার লাগি প্রাণ যায় কেমনে কি করেঙ্গে । পাইলে তারে ধরবো গলে মরলে না ছুড়েঙ্গে ।। পাইলে ছাড়িয়ে যাইবো নারে আঙ্গে আর ডাঙ্গে । হাছন রাজার বাসনা থাকতো ধইরে সুন্দর ঠেঙ্গে ।।