দেওয়ান হাছন রাজা চৌধুরী রচিত গান নং ২৭১

ও সোনা দিদি গো
হাছন রাজায় যৌবন মাঙ্গে ।
রঙ্গে ঢঙ্গে দিন গুয়াইলো হাছন রাজা লাঙ্গে ।
সুন্দর সুন্দর নারী যখন যায়রে সুরমা গাঙ্গে ।
হাছন রাজা নাচি নাচি যায় তাদের সঙ্গে সঙ্গে ।
নাচি নাচি যায়রে হাছন হাতে দিয়ে তালি ।
সখীগণের সঙ্গে যেমন যায় বনমালী ।
হাছন রাজার অভিলাষ নারীর বাস শুঙ্গে ।
পেয়ারা চেহারার নারী পাইলে ঘসে অঙ্গে অঙ্গে ।