দেওয়ান হাছন রাজা চৌধুরী রচিত গান নং ৪৮১

পিরীত করা বড় যে কঠিন ।
কেবল ভাবতে ভাবতে যায় রে দিন ।
যে জনে পিরীত করে জীবিত থাকতে সে যে মরে ।
কলঙ্ক জগতে রয় রে সব ছাড়িয়া হয় রে পিরীতি অমূল্য ধন ।
প্রেমিকেরা শুন শুন
তন মন ভাবিয়া তনু হয়রে ক্ষীণ ।
হাছন রাজা পিরীত করিয়া ফিরতে আছে ঘুরিয়া ঘুরিয়া ।
মরতে আছে জরিয়া জরিয়া হইয়া পিরীতের অধীন ।